লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান

লালমনিরহাট সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ মে) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

দুদক জানায়, অভিযানে দুদক সদস্যরা ছদ্মবেশে জরুরি বিভাগ, বহির্বিভাগ, ও হাসপাতালে ভর্তি রোগীদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন। তারা রোগীদের খাবারের মান পর্যবেক্ষণ করেন, পরিমাণ ও তালিকা সংগ্রহ করেন। এ সময় দেখা যায়, খাবারের পরিমাণ বাজেটের তুলনায় অনেক কম দেওয়া হয়েছে। প্রতি টুকরো মাছের ওজন ৯০ গ্রাম হওয়ার কথা থাকলেও সেটি দেওয়া হচ্ছে ৩০ থেকে ৫০ গ্রামের মধ্যে। তা ছাড়াও ব্যবস্থাপত্রে চিকিৎসকের সই না থাকা, দালালদের দৌরাত্ম্য, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, রোগী বহনে ট্রলিতে টাকা গ্রহণ, টয়লেটের দরজা তালাবদ্ধ রাখা, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান দুদক সদস্যরা।

দুদক কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী জানান, লালমনিরহাট সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতির এসব অভিযোগ লিখিত আকারে দুদক কার্যালয়ে পাঠানো হবে।

এ অভিযানের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোকাদ্দেম এবং আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সামিরা বেগম উপস্থিত ছিলেন।