সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকার সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (২৫ মে) বিকালে হেমায়েতপুর এলাকার বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। ঘণ্টাখানেক অবরোধ করে রাখার পর বিকাল ৫টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।

কারখানাটির শ্রমিকরা জানান, দুই মাস ধরে মালিকপক্ষ বারবার কারখানা লে-অফ ঘোষণা করছে। সর্বশেষ ১৮ থেকে ৩১ মে পর্যন্ত এক নোটিশে কর্তৃপক্ষ কারখানা লে-অফ ঘোষণা করে। নোটিশে শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন আজ ২৫ মে পরিশোধ করার কথা। কিন্তু দুপুরে শ্রমিকরা বেতন নিতে কারখানায় এসে দেখেন মালিকপক্ষ বা কর্মকর্তারা কারখানায় আসেননি। পরে বেতন না পেয়ে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘আজ আমাদের এপ্রিল মাসের বেতন পরিশোধের কথা। ৩টার আগেই আমরা কারখানায় এসেছি, কিন্তু এসে দেখি মালিকপক্ষ বা কর্মকর্তারা আসেননি। সামনে ঈদ, বেতন না পেলে কীভাবে চলবো। গত দুই মাসে কয়েকবার লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করেনি। মালিকপক্ষ কারখানা চালাতে ব্যর্থ হলে আমাদের বকেয়াসহ যাবতীয় পাওনা বুঝিয়ে দিক।’

এ ব‍্যাপারে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

তবে এর আগে গত ১৭ মে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত কারখানাটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ ধারার অধীনে লে-অফ ঘোষণা করা হয়।

ওই নোটিশে বলা হয়, বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই কারখানায় বিগত দিনে শ্রমিক অসন্তোষ থাকায় আন্দোলনের জন্য নির্ধারিত সময়ে শিপমেন্ট করতে না পারায় ও বিলম্বে শিপমেন্ট করার (আকাশ পথে পণ্য পরিবহন) কারণে ব্যাংকের দায়-দেনা অনেক বেশি হয়েছে। এ কারণে ক্রেতাদের কোনও ক্রয় আদেশ এবং কাঁচামাল না থাকায় কারখানা কর্তৃপক্ষের আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত শ্রমিকদের কাজ প্রদান করা সম্ভব হবে না, যা মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত। এ অবস্থায়, কারখানার সব শ্রমিক ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১২-এর বিধান মোতাবেক লে-অফ করা হলো। যা আগামী ১৮ থেকে ৩১ মে পর্যন্ত কার্যকর হবে।

নোটিশে আরও জানানো হয়, এপ্রিল-২০২৫ মাসের বেতন ২৫ মে দুপুর ৩টায় কারখানায় প্রদান করা হবে।

এ ব‍্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘কারখানাটির শ্রমিকদের আজ বকেয়া বেতন পরিশোধের কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের পরেও বেতন না পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’