ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বিকালে নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তা ছিলেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান ও মাহমুদুল হাসান নিজামী।
এই উৎসবে নজরুলভক্ত নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নজরুলজয়ন্তী উপলক্ষে নজরুল একাডেমি মাঠে তিন দিন ব্যাপী ‘নজরুল মেলা’র আয়োজন করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. হাবিব উল মাওলা প্রিন্স বক্তব্য দেন।