ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি ও ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্ত মালিকরা ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৬ মে) সকাল ১০টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঝিনাইদহ-যশোর সড়কের দুই পাশে অবস্থিত ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, ব্যবসায়ী তবিবুর রহমান মিনি, আবু জাফর, তৌহিদুল ইসলামসহ অন্যরা।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বলেন, ‘ছয় লেন সড়ক নির্মাণের জন্য যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে সেগুলোর বিপরীতে বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ দিতে হবে।’ জমির পাশাপাশি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সব স্থাপনারও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ চান তারা।
এ সময় বক্তারা বলেন, ‘সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি নেওয়ার কথা থাকলেও অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এতে অনেক পরিবার বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে বিপাকে পড়ছেন।’