চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে র‍্যাবের অভিযানে সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুজন বড়ুয়া খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার সাঁওতাল পাড়ার মৃত অশোক বড়ুয়ার ছেলে।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইউপিডিএফের পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা মামলায় সুজন বড়ুয়ার নাম রয়েছে। 

র‍্যাব জানিয়েছে, সুজনের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানায় চুরি এবং নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে।