জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার অসুস্থ মাকে দেখতে রাঙামাটি গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বুধবার সকালে ঋতুপর্ণার গ্রামের বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়ি দুর্গম গ্রামে যান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সভাপতি দীপু চাকমা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
ওই বাড়িতে উপস্থিত হয়ে রুহুল কবির রিজভী ঋতু পর্ণার অসুস্থ মা ভুজোপতি চাকমার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তার চিকিৎসার বিষয়ে তারেক রহমান খোঁজখবর রাখছেনও বলেও জানান।
এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে এক লাখ সহযোগিতা প্রদান করা হয়। এ ছাড়া প্রতি মাসে কেমোথেরাপি দেওয়ার জন্য যে খরচ হবে তার জন্য মাসে ৩০ হাজার টাকা করে আমরা বিএনপি পরিবার থেকে প্রদান করার ঘোষণা দেওয়া হয়।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দ্রুত তার সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে আজ সকালে মগাছড়ি গ্রামে তার বাড়িতে আসি।’
প্রসঙ্গত, ঋতুপর্ণা চাকমার মা ভুজোপতি চাকমা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। ইতোমধ্যে তিনি তিনটি কেমো থেরাপি নিয়েছেন। ২১ দিন পর পর তাকে চট্টগ্রাম নিয়ে গিয়ে কেমোথেরাপি নিতে হচ্ছে।