পাহাড়ি ঝরনার কূপে পড়ে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ের মেলখুমে পাহাড়ি ঝরনার কূপে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইল থেকে তাদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে কূপে পড়ে নিখোঁজ ছিল তারা।

মৃতরা হলেন– আমিনুল্লাহ মো. গালিব (২১), ইব্রাহীম কবির হৃদয় (২১)। তারা ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। গালিব ও হৃদয় ফেনীর শান্তি রোডের বাসায় থাকতেন।

এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে রায়হান (১৮), সায়েম (২২), মিরাজ (১৭) নামে তিন জনকে।

গালিব চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাওলানা আবদুর রশীদের ছেলে। হৃদয় চাঁদপুর জেলার হুমায়ুন কবিরের ছেলে। আহত রায়হান লক্ষ্মীপুর জেলার মো. হাসানের ছেলে, সায়েম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার শামসুল হকের ছেলে এবং মিরাজ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর এলাকার মীর মেহের আলীর ছেলে।

আহতদের বুধবার দুপুর ৩টায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে কাজ করেন বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ থানা পুলিশ।

মৃত গালিবের বন্ধু মনির হোসেন সায়মন জানান, মঙ্গলবার সকাল ৯টায় ফেনী থেকে গালিব তার গ্রামের বন্ধু সায়েম ও হৃদয়কে নিয়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। রাত ১০টায়ও গালিব ও হৃদয় বাসায় না আসায় তাদের মোবাইলে কল দেন। কেউ কল রিসিভ না করায় তাদের পরিবারকে জানান। পরে বুধবার সকাল ৭টায় আবার কল দিলে স্থানীয় শাওন নামে একজন গালিবের মোবাইল রিসিভ করে জানান, তিনি ঝরনা এলাকায় মোবাইলটি পেয়েছেন। পরে মনির গালিবের গ্রামের বন্ধু সায়েমের খোঁজ পান এবং তার কাছে গালিব ও হৃদয়ের কূপে পড়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন।

আহত জোরারগঞ্জ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সৈকত ইসলাম মিরাজ বলেন, ‘মঙ্গলবার সকালে আমরা সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ঘুরতে যাই। ঝরনা দেখে ফেরার সময় একজনের ব্যাগ পড়ে যায়, তখন ব্যাগ উদ্ধার করতে গিয়ে দুই জন নিচে নামলে কূপের মধ্যে পড়ে গিয়ে তারা মারা যায়।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং হৃদয়ের মরদেহ কূপ থেকে উদ্ধার করা হয়। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ পাহাড়ি পথ হওয়ায় তাদের লাশ বিকাল ৫টা পর্যন্ত ঝরনা এলাকা থেকে নিয়ে আসার কাজ চলছিল বলে জানান তিনি।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাজু সিংহ বলেন, ‘আহত রায়হান, সায়েম ও মিরাজকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন। রায়হান ও মিরাজ চিকিৎসা নিয়ে চলে গেছেন। সায়েম পরিবারের সদস্যরা আসলে চলে যাবে।’