বরিশালে নিষেধাজ্ঞা অমান্যে ১৯ জেলের কারাদণ্ড

কারাদণ্ডইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা জারির পঞ্চম দিনে রবিবার বরিশাল বিভাগে ১৯ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ৫৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায়, ১ লাখ ৫৯ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছ ৩৭৭ কেজি ইলিশ মাছ।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক বলেন, ‘বরিশাল বিভাগের ৬ জেলায় পরিচালিত অভিযানে রবিবার ১৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার অভিযানে বিভাগে ৫৩টি মোবাইল কোর্ট, ৮৫টি অভিযান ও ২৯টি মামলা দায়ের করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব নদ-নদী ও বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরা, মজুদ ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। যার সূত্র ধরে বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
/এমও/