স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণস্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ ১৩ সদস্য। এসময় জলদস্যুদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ র‌্যাবের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরগুনা সার্কিট হাউজে র‌্যাব-৮ এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের কাছে আত্মসমর্পণ করেন তারা।

এর আগে ১৯ অক্টোবর সুন্দরবনে অভিযান পরিচালনার সময় জলদস্যুরা র‌্যাবের কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ

আত্মসমর্পণকারী জলদস্যুরা হলেন, জলদস্যু সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগর, মো. কামরুল ফকির, মো. আব্দুল মালেক, মো. কাদের শেখ, মো. হাফিজুর রহমান শেখ, মো. কবীর সরদার, মো. দেলোয়ার শেখ, মো. হাসান সরদার, মো.নান্না ফরিক, মো.তৌহিদুল ইসলাম, মো.রাজু শেখ, মো.লিটন হাওলাদার ও মো.তরিকুল গাজী।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান জলদস্যু সাগর বাহিনী আত্মসমর্পণ করবেন  বলে জানিয়েছিলেন। তিনি জানান, ‘বঙ্গোপসাগরে জলদস্যু দমনে সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন।’

আরও পড়ুন- 


জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা বোর্ডের রশি টানাটানিতে বিপাকে শিক্ষার্থীরা

/এমডিপি/এফএস/