ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ঝালকাঠিঝালকাঠির রাজাপুরে গৃহবধূ আম্বিয়া বেগমকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচজনে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আবুল বাসার খান, একই গ্রামের আব্দুল মান্নান ফকির, রোলা গ্রামের কবির হোসেন, একই গ্রামের মো. আলম  ও বাবুল হাওলাদার। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের ১৬ জানুয়ারি রাতের জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আসামিরা নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আবদুর সাত্তারের স্ত্রী  আম্বিয়া বেগমকে কুপিয়ে গুরতর জখম করে। পরের দিন সকালে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে আবদুর কাদের খানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে মামলা দায়ের করে। ২০০৪ সালের ১২ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঝালকাঠি ক্যাম্পের পরিদর্শক নির্মল চন্দ্র সরকার দণ্ডপ্রাপ্ত ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ  সোমবার এ রায় ঘোষণা করেন।

/এমডিপি/