বরিশালে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

 

 

আইন-আদালতবরিশালে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই ৪জনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলো খুলনার জয়পুর এলাকার মজিবুর রহমানের ছেলে মুন্না তালুকদার, ঝালকাঠির রামনগরের মৃত নূর ইসলাম তালুকদারের ছেলে জামান হোসেন তালুকদার, যশোরের সারসা এলাকার বড়খোকা খানের ছেলে হাফিজুর রহমান খান হাফিজ ও বাগেরহাটের যাত্রাপুর এলাকার খলির শেখের ছেলে মিন্টু শেখ। আসামিদের মধ্যে মুন্না তালুকদার ছাড়া বাকিরা  পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফিরোজুল ইসলাম জানান, ২০১৫ সালের ৮ জানুয়ারি বরিশাল নগরের রুপাতলী বটতলা এলাকার জাগুয়া ডিগ্রি কলেজের সামনে চেকপোস্ট বসায় র‌্যাব-৮-এর সদস্যরা। এ সময় সেখানে একটি ট্রাকের গতিরোধ করতে চাইলে চালক না থামিয়ে চলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ২৪০ বোতল ফেন্সিডিলসহ মুন্না তালুকদার, জামান হোসেন তালুকদার ও হাফিজুর রহমান খান হাফিজকে আটক করা হয়। এ ঘটনায় ওইদিনই র‌্যাবের ডিএডি মশিউর রহমানা বাদী হয়ে  কোতোয়ালী থানায় ৮ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ২০ ফেব্রুয়ারি থানার এসআই দেলোয়ার হোসেন ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

চার্জশিটভুক্ত অন্য আসামি বরিশাল নগরের ভাটিখানা এলাকার ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

/এমএনএইচ/