জেলা পরিষদ নির্বাচন: ভোলায় আ.লীগ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

Bhola ZP Pic 30.11.16
ভোলায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (৩০ নভের) দুপুরে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সেলিম উদ্দিনের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত সদস্য পদেও প্রার্থীরা পৃথকভাবে জেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ভোলা সদরে তিনটি ইউনিটে সদস্য পদে দোস্ত  মাহমুদ, মো. ইউসুফ, নজরুল ইসলাম গোলদার এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে অধ্যক্ষ শাফিয়া। দৌলতখান উপজেলায় দুটি ইউনিটে সদস্য পদে মো. জাহাঙ্গীর আলম ও  খায়রুল হাসান খোকন, বোরহানউদ্দিন উপজেলার দুটি ইউনিটে শাহাজাদা তালুকদার ও নিরব হাওলাদার। বোরহানউদ্দিন ও দৌলতখানে সংরক্ষিত মহিলা সদস্য পদে ফাতেমা খাইরুন  নেছা ঝুমু।

লালমোহন উপজেলার দুটি ইউনিটে মনির হাওলাদার ও মাকসুদ হাওলাদার, তজুমদ্দিনের একটি ইউনিটে ওবায়েদুল্লাহ নাসিম এবং লালমোহন থেকে সংরক্ষিত সাবিনা ইয়াসমিন।

চরফ্যাশনের চারটি ইউনিটে নুরুল ইসলাম ভিপি, মো. সাহাবুদ্দিন, আহাম্মদ উল্ল্যাহ, আ. রব হাওলাদার, মহিলা সদস্য পদে দিলারা বেগম। মনপুরার একটি ইউনিটে মোহাম্মদ শাহজাহান এবং মহিলা সদস্য কামরুল নাহার। জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর। যাচাই-বাছাই করা হবে ৩ ও ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে।

এ জেলায় ৬৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার, ৫টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এবং সাত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মোট ভোটার সংখ্যা ৯৬১ জন। নির্বাচক মণ্ডলীর ভোটে জেলা পরিষদের একজন প্রশাসক, ১৫ সাধারণ সদস্য ও পাঁচজন মহিলা সদস্য নির্বাচিত হবেন।

/বিটি/