কুয়াকাটা থেকে ১৪ জলদস্যু আটক

-পটুয়াখলীর কুয়াকাটার দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৪ জলদস্যুকে আটক করা হয়েছে।  সোমবার গভীর রাতে বঙ্গোপসাগর থেকে তাদেরকে আটক করে নৌ-বাহিনী সদস্যরা।
অপহৃত জেলেদের উদ্ধার অভিযানের সময় নৌ-বাহিনী সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা তাদের কাছে থাকা বিভিন্ন অস্ত্র-শস্ত্র সাগরে ফেলে দেয়। এসময় ট্রলারসহ অপহৃত জেলেদেরকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে নৌ-বাহিনী জলদস্যুদের আটক করে পটুয়াখালীর মহিপুর থানায় হস্তান্তর করেছে।
আটককৃতরা হলেন- মো. জসিমউদ্দিন, আবু আহমেদ, মো. হানিফ, মো. ইউনুস, মোর্শেদ, আসগর হোসেন, ইয়াসিন, আনিচুর রহমান, আমজাদ হোসেন, মিজানুর রহমান, খালেদ হাসান, এনায়েত আলী, নেছারুল করিম ও মো. কায়সার আহমেদ। তাদের বাড়ি কক্সবাজার ও কুতুবদিয়া এলাকায়।

মহিপুর থানার এসআই মো. হাফিজুর রহমান নৌ-বাহিনীর বরাত দিয়ে জানান, একটি মাছধরা ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা এমন খবর পেয়ে জেলেদের উদ্ধার করতে সাগরে অভিযান চালায় নৌ-বাহিনীর একটি দল। কুয়াকাটা থেকে আনুমানিক ২৫ কি.মি. দূরে অপহরণকৃত জেলেদের উদ্ধার করা হয়। এ সময় ১৪ জলদস্যুকে আটক করে নৌ-বাহিনী সদস্যরা। তবে আটককৃতদের কাছে থেকে কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।

মহিপুর থানার ওসি  মো. মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃত জলদস্যুদের কলাপাড়া আদালতে হাজির করা হবে।

/এআর/