বরগুনায় হরিণের মাংস-চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড

বরগুনাবরগুনায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৪মণ হরিণের মাংস, ৩টি হরিণের চামড়া ও ৪টি মাথাসহ একটি নামবিহীন ট্রলার আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। রবিবার ভোররাতে বিষখালী নদীর নিশানবাড়িয়া ঘাটে থাকা একটি ট্রলার থেকে এগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষখালী নদীতে নিয়মিত অভিযানকালে সন্দেহ করে একটি ট্রলারকে ধাওয়া করা হয়। পরে রাত ৩টার দিকে বিষখালী নদীর নিশানবাড়িয়া ঘাটে ট্রলারটি নোঙর করে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় নামবিহীন ট্রলার, ৪ মণ হরিণের মাংস, ৩টি হরিণের চামড়া ও ৪টি হরিণের মাথা জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলার, মাংস, মাথা ও চামড়া বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রলারে প্রায় ৪জন চোরাকারবারী ছিলো বলেও জানান পাথরঘাটার এই স্টেশন কমান্ডার।

/এমও/