বঙ্গোপসাগরে ২২ দিন ধরে নিখোঁজ ১০ জেলে

জেলে নৌকা (ফাইল ছবি)বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলারসহ ১০ জেলে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ জেলেরা হলেন-ট্রলারের মাঝি আলী হোসেন, শ্রমিক আবদুস ছোবাহান ঘরামী, কবির হাওলাদার, আলমগীর মাতুব্বর, কাওছার মিয়া, হাসান মিয়া, নজু মিয়া, শামিম মিয়া, আজিজুল হক ও রুবেল। তাদের সবার বাড়ি পটুয়াখালীর আলীপুর ও মহিপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ জানুয়ারি পাথরঘাটা উপজেলার বাদুরতলার রফিক দোকানদারের মালিকানাধীন এফবি ফয়সাল ট্রলার নিয়ে ১০ জেলে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়। ৮ থেকে ১০ দিনের মধ্যে সাগর থেকে ফেরত আসার কথা থাকলেও এখন পর্যন্ত তারা ফিরে আসেননি।

নিখোঁজ ট্রলারের মাঝি আলী হোসেনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, সাগরে যাওয়ার পর একবার কথা হয়েছে। তারপর অনেকবার চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে- ট্রলারের ইঞ্জিন বিকল বা দিক হারিয়ে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারত অথবা মিয়ানমারের সীমানায়ও ঢুকে যেতে পারে। অথবা কোনও ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবেও যেতে পারে। তবে বিভিন্ন জেলে ট্রলারের মাধ্যমে খোজ নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

/এফএস/

আরও পড়ুন- 


‘কার গুলিতে শিমুল নিহত হয়েছেন এখনই বলা যাচ্ছে না’