সাংবাদিক সুরক্ষায় দেশে বিশেষ কোনও আইন নেই: তথ্যমন্ত্রী

Jhalakati News- Photo-1 18-02-2017সাংবাদিকদের সুরক্ষায় দেশে বিশেষ কোনও আইন নেই। তবে প্রচলিত দণ্ড বিধিতেই সাংবাদিকরা সুবিচার পাচ্ছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার বিকেলে ঝালকাঠি শহরের ব্র্যাক মোড়ে ঝালকাঠি জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘প্রচলিত দণ্ড বিধিতেই সাংবাদিকদের ওপর নির্যাতনে দোষীদের বিচার করা হচ্ছে। তবে সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক সমিতির পক্ষ থেকে সরকারকে বিশেষ কোনও আইনের প্রস্তাব দেওয়া হয়নি, যা আলোচনার দাবি রাখে।’

ইনু বলেন, ‘ইতোমধ্যেই ৫০০ ধারা বাতিল করা হয়েছে। এছাড়া সাংবাদিকরা যাতে হয়রানীর স্বীকার না হয় এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে তা খারিজ করতে প্রশাসনকে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়।’

সমাবেশে জেলা জাসদ সভাপতি সুকোমল ওঝা দোলন সভাপতিত্ব করেন। এতে জাসদের কেদ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমডিপি/