‘বিএনপি আমলে নিত্যপণ্যের দাম কম ছিল’

বরিশালে বিএনপির পোস্টারিং কর্মসূচিবিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে তেল-গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। পাশাপশি নিত্যপণ্যের বাজারেও আগুন দাম। এ অবস্থায় পোস্টার লাগিয়ে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করে যাচ্ছে বিএনপি।’

বরিশাল মহানগরীর সদর রোডসহ বিভিন্নস্থানে ‘বাজারে আগুন, বিপর্যস্ত জনজীবন’ বিষয়ে পোস্টার লাগানোর সময় শনিবার এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি’র উদ্যোগে এসব পোস্টার দেয়ালে সাঁটানো হয়। পোস্টারে বিএনপি ও আওয়ামী লীগ আমলের বিভিন্ন দ্রব্যমূল্যের ব্যবধান তুলে ধরা হয়।

কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি অ্যাড. মজিবর রহমান সরোয়ার নিজে দেয়ালে পোস্টার সাঁটানোর কর্মসূচির দায়িত্ব পালন করেন। এ কর্মসূচি পালনকালে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, কোতোয়ালি বিএনপি সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু, বিএনপি নেতা আলহাজ নুরুল আমিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ আকন সম্রাট, মহানগর যুবদল যুগ্ম আহ্বাবায়ক কামরুল হাসান রতন, আলাউদ্দিন আহমেদ, আল আমিন, সাজ্জাদ হোসেনসহ মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

/এফএস/ 

আরও পড়ুন- 


ধলেশ্বরীর প্রাণ যায় যায়!