ছাত্র আন্দোলনে অবরুদ্ধ পবিপ্রবি’র ভিসি, প্রশাসনিক ভবনে তালা

বরিশালপ্রবেশন প্রথা বাতিলের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ম সেমিস্টারের শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়েছেন বহু শিক্ষক-কর্মকর্তাসহ ভিসি ড. হারুন-অর রশিদ। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে প্রবেশন প্রথা বাতিল ও মানোন্নয়ন প্রথা চালুসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকসহ সবকটি গেইটে তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।



ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিভিন্ন অনুষদের ৭ম সেমিস্টারের শিক্ষার্থীদের ওপর আরোপিত প্রবেশন তুলে নেওয়ার দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দুপুরের দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকসহ সবকটি প্রবেশপথে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘তাদের এ দাবি অযৌক্তিক । আমরা তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
/এআর/