কর্মবিরতিতে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা

ছয় মাসের বকেয়া বেতন ও ৩২ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবিতে কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভ ও সমাবেশ করছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

কর্মকর্তা-কর্মচারীশূণ্য বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনসোমবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। নগর ভবনের সামনে ও ভেতরে একত্রিত হয়ে তারা দিনভর বিক্ষোভ করেন।

বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, তাদের প্রতিমাসে আশ্বাস দেওয়া হয়, পরের মাসে বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতি মাসেই তাদের আন্দোলন করে বেতন নিতে হচ্ছে। তাও বকেয়া মাসের বেতন দেওয়া হচ্ছে না।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা প্রতি মাসে বেতন দিয়ে দিচ্ছি। যে মাসগুলোর বেতন বকেয়া রয়েছে তা ধীরে ধীরে পরিশোধ করার চেষ্টা চলছে।’

/এমও/