বরিশালে ১৩ ছাত্রের বিরুদ্ধে মামলা, আটক ৯

বরিশালবরিশাল নগরের একটি আবাসিক এলাকায় হামলা, ভাঙচুর এবং দুই যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় ৯ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

কোতয়ালী মডেল থানায় সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই )আবু তাহের জানান, বুধবার রাতে নগরীর আবাসিক এলাকা ব্রাউন কম্পাউন্ডের বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে হামলার পর স্থানীয়রা হামলাকারী স্কুলছাত্র সৌরভ বালাকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।পরে পুলিশ অভিযান চালিয়ে আরও ৮ জনকে আটক করে।আর এ হামলার ঘটনায় নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা এবং ওষুধ ব্যবসায়ী খলিলুর রহমান সুমন বাদী হয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল)কোতয়ালী থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মোট নয় জনের মধ্যে কলেজ ছাত্র সৌরভ বালা, স্কুল ছাত্র সাগর হাওলাদার, রিফাতুল ইসলাম, তানভির আহসান জিয়াদ, শোভন বিশ্বাস, তৌসিক হাওলাদার, নাজিম উদ্দিন রাতুল, আব্দুল্লাহ আল তামিম এবং আরমান শরীফ রয়েছে। তবে মামলার চার আসামি রাজু, হাসান, অর্নব ও শুভ পালাতক রয়েছে।

আটককৃত ও অভিযুক্তরা সবাই নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ, বিএম স্কুল, উদয়ন এবং একে ইনস্টিটিউট-এর বিভিন্ন শ্রেণির ছাত্র।

পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার দায়িত্বে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মো.আসাদুজ্জামান।

প্রসঙ্গত,তুচ্ছ ঘটনার জের ধরে বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের মধ্যে ওই শিক্ষার্থীরা প্রথমে জিলা স্কুল মোড়ে মারামারি করে। এ সময় সদর রোড এলাকার মামুন মাইক এর কর্মচারী নুরুল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম ও রাসেল নামে তার অপর সহযোগীকে পিটিয়ে আহত করে শিক্ষার্থীরা।

পরে তারা নগরের ব্রাউন কম্পাউন্ড আবাসিক এলাকার বেশ কিছু দোকান, ঘরবাড়ি ও মোটরযানে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

/এমডিপি/