পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত রাসেল মারা গেছেন

পিরোজপুরপিরোজপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসী হামলায় আহত রাসেল শেখ সোমবার (২৪ এপ্রিল) গভীর রাতে খুলনায় আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত রাসেল শেখ (৩৮) ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখের ছেলে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই আলী শেখ।

আলী শেখ জানান, তার ফুপাতো ভাই রাসেল সোমবার বিকাল ৫টার দিকে পিরোজপুর শহরতলীর দক্ষিণ মাছিমপুর এলাকা থেকে শহরে আসার পথে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রাসেলের মাথায়, শরীর ও হাতে-পায়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। গুরুতর আহত রাসেলকে প্রথমে পিরোজপুর সদর হাসাপাতালে নেওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাত ১টার দিকে রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আলী জানান,খুলনায় ময়নাতদন্ত শেষে রাসেলের লাশ লাহুরীর গ্রামের বাড়িতে এনে দাফন করা হবে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় আবু সাঈদ নামে একজনকে রাতে গ্রেফতার করা হয়েছে।

/এসএমএ/এআর/