বরিশালে খাদ্য গুদামের চাল পাচারের চেষ্টা: তদন্ত কমিটি গঠন

 বরিশাল

বরিশালের খাদ্য গুদাম থেকে ২০টন (৪০০ বস্তা) চাল খুলনায় পাচার চেষ্টায় মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমজাদ হোসেন বলেছেন, বাবুগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা এবং জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মশিউর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে। তার সঙ্গে বরিশাল সিএসডি (জেলা) খাদ্য গুদামের সহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম এবং জেলা খাদ্য সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নানকে এ কমিটির সদস্য করা হয়ছে। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত গোডাউন ইনচার্জ আবদুল্লা আল মামুন, ঘটনার সময় আটক সহকারী খাদ্য পরিদর্শক আব্দুর রহিম, নিরাপত্তা প্রহরী আরিফুল ইসলাম, করিম খান, শাহাবুদ্দিন-এই ৫ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে প্রথম দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সরকারি বরাদ্ধের চাল সময় মতো ছাড় না করিয়ে কালোবাজারে বিক্রি এবং সরকারি খাদ্য গুদামের জায়গা ব্যবসায়ীদের গুদাম হিসাবে ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এ ধরণের কাজ অবৈধ। তদন্ত রিপোর্টে তা প্রমাণিত হলে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মশিউর রহমান বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই চাল সরকারি ত্রাণ (জিআর) খাতের। সময় মতো তা ছাড় না করিয়ে গুদামজাত করে রাখা হয়েছিল। এটা তথ্য সঠিক কিনা তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখা হচ্ছে। যদি অবৈধ হয়ে থাকে তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য নগরের বান্দ রোডে অবস্থিত সরকারি খাদ্য গুদাম থেকে ২০ টন চাল খুলনার ফুলতলার উদ্দেশ্যে পাচার হচ্ছে বলে সংবাদ পেয়ে অভিযান চালায় র‍্যাব। সোমবার সকালে র‌্যাব-৮ এর ডিএডি আমজাদ হোসেনের নেতৃত্বে ঘটনাস্থল থেকে যশোর ট-১১-২৯৭৬ ট্রাকসহ ৩৯৪ বস্তা চাল জব্দ ও ৫ জনকে আটক করা হয়। আটককৃত চালের ও পরিবহনের কোনও বৈধ কাগজপত্র নেই বলে উপ-সহকারি খাদ্য পরিদর্শক আবদুর রহিম স্বীকার করেন।

ট্রাক ড্রাইভার জানান, এই চাল বরিশাল থেকে খুলনার ফুলবাড়ি এলাকায় যাচ্ছিল।

/জেবি/

আরও পড়তে পারেন: আতিয়া মহলের দুই মামলা পিবিআইতে স্থানান্তরের নির্দেশ