ঘূর্ণিঝড় মোরা: মধ্যরাতে চাঁদপুর শহর রক্ষা প্রকল্পে ডিসি

ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর শহর রক্ষা প্রকল্প পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। সোমবার রাত সাড়ে ১২টায় শহর রক্ষা প্রকল্প বাঁধের তিন নদীর মোহনার (পদ্মা-মেঘনা- ডাকাতিয়া) চাঁদপুর বড়স্টেশন মোলডেহ অংশ পরিদর্শন করেন তিনি।

চাঁদপুর শহর রক্ষা প্রকল্পে ডিসিসহ অন্যরাজেলা প্রশাসক নদী তীরবর্তী ও আশপাশের এলাকাও ঘুরে দেখেন। এর আগে, আবহাওয়া অধিদফতর চাঁদপুরসহ কয়েকটি জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে।

জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড়ে কি ধরণের ক্ষতি হবে তা বলা যাচ্ছে না। তবে আমরা সবদিক থেকেই সতর্ক আছি। মোলডেহ এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। এটি শহর রক্ষা প্রকল্প, তাই পরিদর্শন করেছি। আপাতত মনে হচ্ছে এটি ঝুঁকিমুক্ত।’

এ সময় তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ১১৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অনেক আশ্রয় কেন্দ্রেই নদী তীরবর্তী লোকজন আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব আব্দুল হাই, নেজারত ডেপুটি কালেক্টর লিটুস চিরান, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ত্রাণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এমও/