‘শান্তকে হারিয়ে আমরা দিশেহারা’

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত সেনা সদস্য তানভীর সালাম শান্ত ( ছবি-আইএসপিআর)

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত সেনা কর্মকর্তা তানভীর সালাম শান্ত পটুয়াখালীর বাউফল উপজেলার কালশুরি ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামের ছেলে। মঙ্গলবার (১৩ জুন) রাঙামাটি-চট্টগ্রাম সড়ক থেকে পাহাড় ধসে মাটি সড়ানোর সময় আবারও পাহাড় ধসে প্রাণ হারান শান্ত। এদিকে তানভীর নিহতের খবর শুনে পরিবার ও স্বজনসহ এলাকায় চলছে শোকের মাতম।

জানা গেছে, তানভীর সালাম শান্ত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন ২০০৯ সালে। শান্ত ৬৪ তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে কমিশন পদ লাভ করেন। পরে ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন। শান্ত ২০১৬ সালের ২ সেপ্টেম্বর বিয়ে করেন। মাত্র ৯ মাস সংসার করেছেন। ক্যাপ্টেন তানভীররা এক বোন আছেন।  

মৃত্যুর খবর পেয়ে বাবা সালাম মোল্লা ও মা বাবলী বেগম ঢাকায় ছুটে গেছেন। বাড়িতে রয়েছেন শুধু ক্যাপ্টেন শান্তর চাচা মোজাম্মেল মোল্লা।

তিনি বলেন, শান্তকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। নয় মাসেই শান্তর সুখের সংসার তছনছ হয়ে গেল।

কালিশুরি ইউপি চেয়ারম্যন মো. ছালাম জানান, তানভীর সালাম শান্তর জন্য আমরা গর্বিত। শান্ত মেধাবি ছিলেন। তার বাড়ি কালিশুরি ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামে। আমি বর্তমানে ঢাকায় আছি তাই এলাকার মানুষ ও তার পরিবারের কি অবস্থা তা জানি না। তবে ঘটনার পর তার বাবা-মা ঢাকার উদ্যেশ্যে রওনা হয়েছেন এটুকু জানতে পেরেছি। এলাকার মানুষ শোকাহত।

বাউফল থানার ওসি আযম খান ফারুকি জানান, সেনা কর্মকর্তা তানভীর সালাম শান্তর লাশ গ্রামের বাড়িতে কবে নিয়ে আসা হবে তা আমার জানা নেই।

/জেবি/

আরও পড়তে পারেন: পাহাড় ধস: বান্দরবানে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার