জিপিএ-৫ প্রাপ্তিতে আবারও শীর্ষে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

 

jhalakati n s madrasah picপ্রতি বছরের মতো এ বছরও নেছারাবাদের পীর সাহেব হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে ঝালকাঠিতে শীর্ষ অবস্থানে রয়েছে । এ মাদ্রাসা থেকে ২০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৯৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। ঝালকাঠিতে মাদ্রসা বোর্ডে ফলাফলে শীর্ষে থাকলেও ধস নেমেছে কলেজগুলোতে।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী বলেন, ‘দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতি, ক্লাস টেস্ট গ্রহণ, ফিডব্যাক ক্লাস, শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য ঘণ্টাওয়ারী পরিদর্শক ও টিউটর শিক্ষকের ব্যবস্থাসহ অত্যাধুনিক ব্যবস্থাপনার কারণে এটি গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে। এছাড়া ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৫৪ জনে অংশ নিয়ে ৪৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
অপরদিকে ঝালকাঠির দুটি সরকারি কলেজের ফলাফল শোচনীয়।

/এআর/