পটুয়াখালীতে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, তলিয়ে গেছে রাস্তাঘাট

পটুয়াখালী

পটুয়াখালী পৌরশহরসহ উপকূলীয় এলাকায় সোমবার ভোর থেকে ভারী বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। জেলার অধিকাংশ সড়কই বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তলিয়ে গেছে বসতঘরসহ মাছের ঘের।

টানা বৃস্টির কারণে খেটে খাওয়া ও কর্মজীবী মানুষ সব চেয়ে বেশি দুর্ভোগে পরেছেন। বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছরে পরছে সমুদ্র তীরে। পায়রা বন্দরকে ৩ নম্বর সর্তক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল।

কুয়াকাটা-আলীপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা জানান, বেশির ভাগ মাছ ধরার ট্রলারই নিরাপদ আশ্রয়ে আছে। বাকী ট্রলারগুলো আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলাপাড়া রাডার স্টেশনের এক কর্মকর্তা জানান, সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী (মঙ্গলবার) কাল পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

/জেবি/

আরও পড়তে পারেন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু