বরিশালে দুদকের মামলায় প্রকৌশলী কারাগারে

দুদকআয় বর্হিভূত অর্থ থাকায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ আগস্ট) মামলার অভিযোগ গঠনের দিন আসামি উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন সিকদার বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করেন। আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন সিকদার নগরীর আলেকান্দা এলাকার লাচিন ভবনের বাসিন্দা ও উজিরপুর উপজেলার ইয়াকুব আলী সিকদারের ছেলে।

মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে দুই বছর জামিনে মুক্ত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন সিকদার।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক জানান, দুদক ওই প্রকৌশলী’র স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ চেয়ে নোটিশ দেয়। দুদকে দাখিল করা বিবরণীতে ৮৪ লাখ ৬২ হাজার ১৮ টাকার সম্পদ অর্জনের কথা উল্লেখ করেন তিনি।  কিস্তু দুদক তদন্ত করে আরও ৩৩ লাখ ৩৯ হাজার ৬৪১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন রাখার প্রমাণ পায়। আয়-বর্হিভূত ওই সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে ২০০৯ সালের ২৮ অক্টোবর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক এএইচ রহমাতুল্লাহ।

/বিএল/