অন্য নৌযানকে ধাক্কা দেওয়ায় কীর্তনখোলা-২ লঞ্চের যাত্রা বাতিল

কীর্তনখোলা-২ লঞ্চ, ছবি: সংগৃহীতবরিশাল লঞ্চঘাটে অন্য নৌযানে ধাক্কা দেওয়ায় বরিশাল-ঢাকা রুটের এমভি কীর্তনখোলা-২ লঞ্চের চলাচল বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাময়িকভাবে স্থগিত করেছে। কীর্তনখোলা-২ লঞ্চটি শনিবার ঢাকা ঘাটে পৌঁছানোর পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বরিশালে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু।

তিনি জানান,শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকা যাওয়ার সময় কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার-১ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ৮ যাত্রী সামান্য আহতও হয়।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা শনিবার লঞ্চটির যাত্রা সমিয়িকভাবে বাতিলের সিদ্ধান্ত দেয়।

বরিশাল নৌবন্দর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান,ঢাকায় যাওয়ার পর যাত্রা বাতিল হওয়ায় লঞ্চটি সেখানে রয়ে গেছে। শনিবার বরিশাল থেকে ডাবল ট্রিপের কোনও যাত্রী বহন করতে পারবে না লঞ্চটি।

লঞ্চের ব্যবস্থাপক হোসেন জানান,বিআইডব্লিউটিএ’র সিদ্ধান্তের কারণে তাদের লঞ্চটি ঢাকায় রয়ে গেছে। বরিশাল থেকে শনিবার যাত্রী নিতে না পারায় কেবিন যাত্রীদের অগ্রিম বুকিংকৃত কেবিনের টাকা ফেরত দেওয়া হয়েছে।