বরিশালে ২০০ কেজি ইলিশসহ আটক তিন জেলে

বরিশালে ২০০ কেজি ইলিশসহ তিন জেলে আটক (ছবি: প্রতিনিধি)বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে রবিবার ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ কেজি ইলিশ মাছসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোফাজ্জেল হক চৌধুরী প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিনের উপস্থিতিতে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আ. রউফ এর নেতৃত্বে এ অভিযানে জেলা মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন, এসআই মহিউদ্দিন ও এসআই আশুতোষসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন- ইলিশ শিকার: চৌহালীতে ১৪ জেলে আটক