ভোলায় ৫৫ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আত্মসমর্পণ

ভোলায় ৫৫ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আত্মসমর্পণ (ছবি: প্রতিনিধি)স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে ভোলায় ৫৫ মাদকসেবী ও মাদক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। ভোলার পুলিশ সুপারের উদ্যোগে আত্মসমর্পণ করেন তারা।

বুধবার (১৮ অক্টোবর) বিকালে শহরের বাংলা স্কুল মাঠের ভাষাণী মঞ্চে আনুষ্ঠানিকভাবে তারা বরিশালের ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করেন। এ উপলক্ষে জেলা পুলিশ মাদকসেবী ও ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য নগদ অর্থ, সেলাই মেশিনসহ নানা উপকরণ প্রদান করেন। অনুষ্ঠানে তারা ভবিষ্যতে আর মাদক সেবন এবং ব্যবসায় জড়িত না হওয়ার অঙ্গীকার করেন।

বরিশাল বিভাগের পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম আত্মসমর্পণকারীদের শপথবাক্য পাঠ করান। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা জজসহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা মাদকসেবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরতে সর্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে আত্বসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ডিআইজি মো. শফিকুল ইসলাম, ভোলা জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ, ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য গত এক বছরে ভোলায় আট শতাধিক মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন- ২০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক