আমরা ‘৫৪ এর আওয়ামী মুসলিম লীগ দেখতে চাই না: রানা দাশগুপ্ত

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, ‘বর্তমান সরকারের এক শ্রেণির মন্ত্রী, এমপি ও নেতাদের ছত্রছায়ায় সংখ্যালঘুদের ঘরবাড়ি এবং মন্দিরের জায়গা দখলের মহোৎসব চলছে। এ দখল থেকে বিরত থাকতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই। আমরা ‘৫৪ এর আওয়ামী মুসলিম লীগ দেখতে চাই না, আমরা চাই ‘৭১ এর বঙ্গবন্ধুর বাংলাদেশ দেখতে। ’

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে পিরোজপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রানা দাশগুপ্ত বলেন, ‘মার্কা দেখে নয়, লোক দেখে আগামী নির্বাচনে ভোট দিতে হবে। যখন আমাদের ওপর নির্যাতন করা হয় তখন কোনও রাজনৈতিক নেতা বা পুলিশ কাউকেই আমাদের পাশে দেখতে পাই না।  আগামী নির্বাচনের আগে আর যেন সংখ্যালঘু সম্প্রাদয়ের ওপর কোনও নির্যাতনের ঘটনা না দেখি। তাহলে নির্বাচন নিয়ে আমাদের ভাবনা-চিন্তা করতে হবে।’

শহরের রাজারহাট এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত এ  সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট চণ্ডিচরণ পাল। তুষার কান্তি মজুমদারের সভাপতিত্বে এ সম্মেলনে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ক্যাপ্টেন (অব.) শচীন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ,সাংগঠনিক সম্পাদক সুখেন্দু শেখর বৈদ্যসহ অনেকে।