বিআরটিসি বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ

বরিশালবরিশালে বিআরটিসি বাস থেকে ১৫ মণ জাটকা এবং ৫০ হাজার পিস বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে নৌ-পুলিশ ও মৎস বিভাগ অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।

বরিশাল নৌ-বন্দর থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে নগরীর সিঅ্যান্ডবি রোডে অবস্থিত মৎস ভবনের সামনে মহিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরিটিসির একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় বরিশাল নৌ-বন্দর থানা পুলিশ ও জেলা মৎস অফিস।

পরে ওই বাস থেকে ১৫ মণ জাটকা ইলিশ ও পাঁচটি পাতিলভর্তি ৫০ হাজার বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। এ সময় বাসের সুপারভাইজার মনির খানকে আটক করা হয় ।

বরিশাল জেলা মৎস অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, আটক সুপারভাইজার মনির খানকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

জব্দ করা ১৫ মণ জাটকা নগরের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় এবং ৫০ হাজার পিস বাগদা চিংড়ির রেণু পোনা বরিশালের কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয় বলে মৎস কর্মকর্তা উল্লেখ করেন।