হত্যাকারীদের বিচার চেয়ে সড়ক অবরোধ





হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ বরিশাল নগরের নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলছাত্র আবু সালেহের হত্যাকারীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। শুক্রবার (১৫ ডিসেম্বর) নগরীর রূপাতলী, আমতলার মোড়, সগরদী ব্রিজে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে এলাকাবাসী আবু সালেহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেন।

এ সময় তারা প্রায় ১ ঘণ্টা ধরে আমতলার মোড়,সাগরদী ব্রিজ,রূপাতলী স্ট্যান্ডের বরিশাল-পটুয়াখালী ও ঝালকাঠী মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেন।

গত রবিবার (১০ ডিসেম্বর) রাতে রুপাতলীর শের-ই-বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে আবু সালেহের ওপর হামলা করা হয়। একই এলাকার কলেজছাত্র হৃদয় ও আরমানসহ অজ্ঞাত আরও তিন জন এই হামলা করেছে বলে নিহতের স্বজনদের অভিযোগ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু সালেহ নগরের রুপাতলী এলাকার শের-ই-বাংলা রোডের মৃধা বাড়ির লিটন মৃধার ছেলে। সে নূরিয়া স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।