বরিশালে জীবনানন্দ স্মৃতি জাদুঘর গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

বরিশালে জীবনানন্দ স্মৃতি জাদুঘর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। শনিবার কবি জীবনানন্দ দাশের ১১৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত জীবনানন্দ মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

কবির ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণএর আগে সকালে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার উদ্যোগে কবির বাসভবন সংলগ্ন ‘জীবনানন্দ স্মৃতি মিলনায়তনে’ কবি ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ব্রজমোহন কলেজে সাংস্কৃতিক সংগঠন উত্তরণের আয়োজনে তিন দিনের জীবনানন্দ মেলাও শেষ হয় শনিবার।

শনিবার সমাপনী দিবসের সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরণের সহ-সভাপতি মো. শাহেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘কবি জীবনানন্দ দাশের বাসভবনটি তার উত্তরাধিকারিরা ব্যক্তি মালিকানায় হস্তান্তর করেছেন। এখন তা পুনরুদ্ধার করে সেখানে কবির স্মৃতি সংরক্ষণে জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হবে। কারণ জীবনানন্দ সমগ্র বাংলা ভাষা ও বাঙালি জাতির সম্পদ।’

উত্তরণের আয়োজনে জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক সৈয়দ মেহেদি হাসান জানান, এবারের মেলায় বইসহ নানা ধরনের পসরা নিয়ে ৩৪টি স্টল ছিলো। এছাড়া প্রতিদিন জীবনানন্দ দাশকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।