ঝালকাঠিতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

ঝালকাঠিঝালকাঠির রাজাপুরে দুইশ’ প্রতিবন্ধী শিক্ষার্থীকে শনাক্তকরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। রবিবার সকালে রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন।
ঝালকাঠি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. সিরাজুম মুনিরা উর্মি, থেরাপিস্ট মো. সাইফুল ইসলাম ও মো. অহিদুল ইসলাম দিনব্যাপী দুইশ’ প্রতিবন্ধী শিক্ষার্থী শনাক্ত করে থেরাপি চিকিৎসা সেবা, পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিরাজ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফীনসহ প্রমুখ।