দক্ষিণ-পশ্চিম অঞ্চল হবে এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র: শিল্পমন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন,‘বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হবে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র। এমন এক সময় আসবে যখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে কাজ করতে আসবে।’ বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা এলাকায় শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং এর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে তালতলী উপজেলা মাঠে আয়োজিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন,‘এখানে শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং হলে মানুষ আর বেকার থাকবে না। নতুন নতুন কর্ম সংস্থানের সৃষ্টি হবে।’

এই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন,‘বিএনপি জামাত জোট ক্ষমতায় এলে এ দেশের সব উন্নয়ন বন্ধ হয়ে যায়। এদেশে শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন হয়। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’

‘সরকার তাদের অর্জন ধংস করে দিয়েছে’ বলে ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্যের উত্তরে নৌপরিবহন মন্ত্রী বলেন,‘বিএনপি জামাতের অর্জন ছিল দুর্নীতিতে বাংলাদেশকে এক নম্বর করা। তাদের অর্জন ছিল জঙ্গিবাদ, গুম ও খুন। আর আমাদের অর্জন এ দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা সৃষ্টি করা। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাওয়া।’

এসময় আরও উপস্থিত ছিলেন, বরগুনা এক আসনের সংসদ সদস্য অ্যাভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরিশাল বিভাগী কমিশনার মো. শহিদুজ্জামান, বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরসহ স্থানীয় নেতারা।

বরগুনার তালতলী উপজেলার জয়াল ভাঙ্গা এলাকায় বুড়িশ্বর (পায়রা)নদীর তীরে শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

আরও পড়ুন : দেশের অগ্রগতিতে নারীর অবদান অস্বীকারের সুযোগ নেই: চুমকি