বরিশালে ৪৫ মণ জাটকা উদ্ধার, আটক ১

বরিশালে ৪৫ মণ জাটকাসহ আটক ১বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৫ মণ জাটকাসহ একটি ট্রলার উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১৮ মার্চ) রাতে এ অভিযান চালানো হয়। এসময় ইব্রাহিম ব্যাপারী নামে একজনকে আটক করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ইব্রাহিম ব্যাপারী বাউশিয়া এলাকার মরহুম কাঞ্চন ব্যাপারীর ছেলে। 

নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল হিজলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও একটি ট্রলার বোঝাই ৪৫ মণ জাটকাসহ ইব্রাহিমকে আটক করে নৌ পুলিশ। 

তিনি আরও জানান, অভিযানের পর সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইনের ভ্রাম্যমাণ আদালত আটক ইব্রাহিমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং জব্দকৃত ট্রলারটি নিলামে বিক্রির আদেশ দেন। একই সঙ্গে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা এবং অসহায়দের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।