পটুয়াখালীতে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

পটুয়াখালীতে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দপটুয়াখালীর পায়রা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ  মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার পায়রা নদীর বিভিন্ন স্থানে কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর এসিল্যান্ড কর্মকর্তা সাদেকুর নাহারের নির্দেশে অবৈধ কারেন্ট জাল পুরিয়ে ফেলা হয়েছে।

সদর উপজেলা মৎস কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, মঙ্গলবার ভোর থেকে অভিযান চালানো হয়। পায়রা নদীর বিভিন্ন স্থান থেকে দুই লাখ মিটার অবৈধ জাল জব্দ করার পর তা ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদেকুর নাহারের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা হয়নি।