মা’ই শিশু গড়ার আদর্শ কারিগর: শিল্পমন্ত্রী

অনুষ্ঠানে শিল্পমন্ত্রীশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘একটি শিশু মায়ের কাছ থেকে যে শিক্ষা লাভ করবে তাই হবে জীবনের মূল শিক্ষা। মা যদি শিক্ষিত হয় তাহলে শিশুটি শিক্ষার আলো পাবে, নৈতিকতার আলো পাবে,সামাজিকতা শিখবে।’

শুক্রবার সকালে ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক কিংবা তারও কিছু অংশ বেশি হলেন নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারী সমাজকে সুশিক্ষিত করে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে গ্রামে উপবৃত্তি, প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, মাধ্যমিক থেকে উচ্চতর শিক্ষায়ও উপবৃত্তি দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। যার লক্ষ্য দেশকে এগিয়ে নেওয়ার মূল লক্ষ্য।

স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন। এরপর তিনি নলছিটি উপজেলার নাছলমহন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।