ইউপি চেয়ারম্যানের হামলায় আ. লীগের সভা পণ্ড

হামলায় আহত কয়েকজনঝালকাঠির নলছিটি উপজেলায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আগামনের প্রস্তুতি সভায় হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম ও তার সমর্থকরা।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রানাপাশা ইউনিয়নে শিল্পমন্ত্রীর আগামন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে স্কুল মাঠে প্রস্তুতি সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাস্টার। এ সভায় ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম ও তার সমর্থকরা  হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়।  এসময় দুই পক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতয়ন করা হয়েছে।

রানাপাশার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর খালেক মাস্টার জানান, শুক্রবার নলছিটিতে শিল্পমন্ত্রীর আগমন ও  অনুষ্ঠান সফল করতে দলের প্রস্তুতি সভা চলছিল। সালাম চেয়ারম্যানের নেতৃত্বে ৩০-৩৫টি মোটরসাইকেলে তার সমর্থকরা এসে অতর্কিতে  হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে তার দলবল নিয়ে চেয়ারম্যান সালাম আত্মগোপনে আছেন বলে সূত্রটি জানায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান সালামের মোবাইলে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।