পটুয়াখালীতে নকল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য জব্দ, জরিমানা ৪৩ হাজার টাকা

ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীতে নকল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি ও সংরক্ষণের অপরাধে সাতটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার শহরের পুরান বাজার এলাকায় দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পটুয়াখালী র‌্যাব-৮। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপ দাস।

র‌্যাব জানায়, মেসার্স কালিপদ বণিক স্টোরকে পাঁচ হাজার টাকা, মেসার্স সঙ্গীতা স্টোরকে আট হাজার টাকা, মদন সাহা স্টোরকে আট হাজার টাকা, মেসার্স দুলাল দত্ত স্টোরকে ছয় হাজার টাকা, মেসার্স নাইম স্টোরকে দশ হাজার টাকা ও মেসার্স ফারুখ এন্টারপ্রাইজকে চার হাজার টাকা এবং মেসার্স সঙ্গীতা স্টোর নামে অপর একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করা হয়েছে।

পটুয়াখালী র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার হাছান আলী জানান, অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও নকল খাদ্য পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি  ৭টি ব্যাবসায় প্রষ্ঠিানের মালিকদের ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।