বরিশাল যাচ্ছে নির্বাচন কমিশনের তদন্ত দল

গত ৩০ জুলাই অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল স্থগিত থাকা ১৫টি কেন্দ্র এবং ভোট স্থগিত থাকা একটি কেন্দ্রের বিষয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ উদ্দেশ্যে আগামী সপ্তাহে বরিশালে উপস্থিত হবেন নির্বাচন কমিশনের একটি তদন্ত দল।নির্বাচন কমিশন

অনিয়মের অভিযোগে ঐ ১৫ কেন্দ্রের ফল স্থগিত এবং একটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করায় ৮টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ৫টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের ফল ঘোষণা স্থগিত রয়েছে।

সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা নির্বাচন অফিসার হেলাল উদ্দিন তথ্যটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বরিশালে অবস্থান করে তদন্ত কার্যক্রম চালানো হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ৪ সদস্যের তদন্ত দলের প্রধান কমিশনের যুগ্ম সচিব মিজানুর রহমান।  তদন্ত দলটি ফলাফল স্থগিত থাকা ১৫টি কেন্দ্র এবং ভোটগ্রহণ স্থগিত থাকা একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাক্ষ্য গ্রহণ করবে। কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শনের কর্মসূচিও নির্ধারিত হয়েছে।