বরিশালেও চালু ‘নো হেলমেট নো পেট্রোল’

বরিশালদেশের বিভিন্ন জেলার মতো বরিশালেও ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচি চালু হয়েছে। অর্থাৎ এখন থেকে প্রত্যেক মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে। অন্যথায় তাদের কাছে পেট্রোল বা অকটেন বিক্রি করা হবে না।

সোমবার (৩ সেপ্টেম্বর) পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি তেল বিক্রেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক নাসির তালুকদার ।

অপরদিকে বরিশাল নাগরিক সমাজের নেতা এনায়েত হোসেন চৌধুরী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সড়কে মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার স্বার্থে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। মোটরসাইকেল কেনার আগে চালকের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা দরকার। মোটরবাইকে চরে সংগঠিত অপরাধ রোধে যানবাহনের পেছনে ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করাটাও প্রয়োজন।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম বলেন, ‘হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের পেট্রোল না দেওয়ার সিদ্ধান্তে তেল ব্যবসায়ীরা সহমত পোষণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ সড়কের জন্য বরিশাল মেট্রোপলিটন এলাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য চালক ও আরোহীকে উদ্বুদ্ধ করা হচ্ছে।’