দলীয় সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না: সরওয়ার

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে কথা বলেন মজিবর রহমান সরওয়ারদলীয় সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার। শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দলের চেয়ারপারসন খালেদার জিয়ার বিচারের জন্য কারাগারের ভেতর আদালত স্থানান্তরের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সভাপতির ভাষণে সরওয়ার বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভোটের বাইরে রাখার জন্য ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিচার কাজ সম্পন্ন করতে চায়।’

সরওয়ার অভিযোগ করেন, ‘নিজেদের গণতান্ত্রিক সরকার দাবি করে ২০১৪ সালে তারা (আওয়ামী লীগ) ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ১৫৪ জন সংসদ সদস্যকে নির্বাচিত ঘোষণা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে। এ সরকারের অধীনে কী ধরনের নির্বাচন হতে পারে তা ৩০ জুলাই সিটি নির্বাচনেই বরিশালবাসী দেখেছে।’

সরওয়ার আরও বলেন, ‘বিএনপির আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন।’ এসময় তিনি আগামীতে বিএনপি এবং দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আন্দোলনের মাঠে থাকার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, আইনবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মহসিন মন্টু, সহসাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীম, স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মহানগর মহিলা দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে একই স্থানে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি একই ইস্যুতে যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করে। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, দফতর সম্পাদক মন্টু খান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু প্রমুখ।