ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

ঝালকাঠিপ্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির রাজাপুর ও নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের দুজন হলেন– মগড় ইউনিয়নের মো. রিয়াজ খান (২৬) ও মো. শহিদ তালুকদার (২৮)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সকালে উপজেলা প্রশাসনের দুটি টিম অভিযানে নামে। এসময় সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই মৌসুমি জেলেকে দুই হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন আদালত। এদিকে, বিষখালি নদীতে অভিযান চালিয়ে একজনের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ইলিশ মাছ ও জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।