ইউপি চেয়ারম্যান নান্টু হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেফতার ৮

গ্রেফতার

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ৮ আসামিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ লাইনসের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল ইসলাম এ কথা জানান।

গ্রেফতারকৃতরা হলো, শফিউল ইসলাম রাব্বী, মামুন শাহ্, কাওছার সেরনিয়াবাত, এরশাদ, কুদ্দুস হাওলাদার, হাদিউল ইসলাম হাদি, দিপু ও সোহাগ।

তিনি বলেন,‘গত ২১ সেপ্টেম্বর রাতে জল্লা ইউনিয়নের কারফা বাজারে নান্টু হত্যার পরপর এই ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত দেড়মাস ধরে প্রযুক্তি ব্যবহার করে অব্যাহত অভিযান চালায় পুলিশ। এর ভিত্তিতে গত মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থান থেকে আরও ৮ জনকে পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রটি নান্টুকে হত্যার কাজে ব্যবহৃত হয়েছে বলে পুলিশ জানায়।

পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নান্টুর মূল দুই হত্যাকারীকে গ্রেফতারের চেস্টা চলছে। মাদক ব্যবসা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রতিপক্ষ নান্টুকে হত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।