চাঁদা না দিলে ৮ ব্যাংকারকে পরিবারসহ হত্যার হুমকি

বরিশাল

বরিশাল সোনালী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখার ৮ ব্যবস্থাপকের কাছে ৮০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে পরিবার-পরিজনসহ হত্যার হুমকি দেওয়া হয়। গত রবিবার বিকেল পৌঁনে ৪টা থেকে ৫টা পর্যন্ত ০১৯৬৮৪৭৩৭১৫ নম্বরসহ একাধিক নম্বর থেকে তাদের ব্যক্তিগত মোবাইলে কল দিয়ে চাঁদা চাওয়া ও হুমকি দেওয়া হয়।

হুমকি পাওয়া ব্যবস্থাপকরা হলেন, সোনালী ব্যাংক বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড শাখার দেবাশিষ কুন্ডু, বাবুগঞ্জের খানপুরা শাখার মহসিন হাওলাদার, গৌরনদীর টরকী শাখার মন্দীপ বেপারি, উজিরপুর শাখার আমিনুল ইসলাম, বানারীপাড়ার চাখার শাখার জহিরুল ইসলাম, বরিশাল সদর উপজেলার চরামদ্দির শাখার তিমির রঞ্জন দাস, গৌরনদীর নলচিড়া শাখার মেহেদী আল মিরাজ ও বাকেরগঞ্জের নেয়ামতি শাখার ব্যবস্থাপক বিপুল পাল।

হুমকি পাওয়া একাধিক ব্যবস্থাপক জানান, কমিউনিস্ট পার্টির আন্ডারগ্রাউন্ডের লোক পরিচয় দিয়ে তারা জানায় তাদের কিছু নেতা জেলে এবং কিছু লোক আহতাবস্থায় আছে। তাদের মুক্তি এবং চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তারা সবার কাছে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে সংশ্লিস্ট ব্যাংকারদের ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদের অপহরণ করে হত্যা করা হবে। হুমকি পাওয়ার পর ব্যাংকারা আতঙ্কে আছে।

এ ব্যাপারে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড শাখার দেবাশিষ কুন্ডু বলেন, ‘বরিশাল প্রিন্সিপ্যাল অফিসের অধীন ৩৬টি শাখা রয়েছে। এর মধ্যে ১০/১২টি শাখার ব্যবস্থাপককে একইভাবে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা স্ব-স্ব থানায় সাধারণ ডায়েরি করেছি।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, যে সব মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করছি। ওই মোবাইলের সূত্র ধরে আমরা এগোচ্ছি।