আগৈলঝাড়ায় লোকালয়ে ধরা পড়েছে গন্ধ গোকুল

গন্ধ গোকুল

বরিশালের আগৈলঝাড়ার পশ্চিম বাগধা গ্রামের লিটু বৈদ্যের দোকানের কাছে বৈদ্যুৎস্পষ্টে আহত হয়ে ধরা পড়া বিরল প্রজাতির প্রাণী গন্ধ গোকুল। পরে এটাকে নির্জন অরণ্যে অবমুক্ত করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বুধবার সকালে বন বিভাগের সহায়তায় গন্ধ গোকুলটি অবমুক্ত করেন। 

আগৈলঝাড়া উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, গত সোমবার রাতে বৈদ্যুতিক ক্যাবেলে স্পৃস্ট হয়ে গন্ধ গোকুলটি আহত হয়।পরে স্থানীয়রা আহতাবস্থায় প্রাণীটিকে উদ্ধার করে। পরদিন মঙ্গলবার উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যায়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশুতোষ রায় ও শেফালী মজুমদার প্রাথমিক চিকিৎসা দিয়ে গন্ধ গোকুলটিকে সুস্থ্য করে তুলেন।

ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন,‘গন্ধ গোকুলের স্থানীয় নাম ভোঁদর। বিরল প্রজাতির এই প্রাণীটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সহায়তায় পশ্চিম বাগধা এলাকার নির্জন বাগানে অবমুক্ত করা হয়েছে।