অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন

অরিত্রী অধিকারী আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবিতে বরগুনায়মানববন্ধনবরগুনায় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বরগুনার সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে অরিত্রী অধিকারী আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূল শাস্তি, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে বীরপ্রতীক তারামন বিবির নামে নামকরণ, অরিত্রী অধিকারীর নামে স্কুল ক্যাম্পাসে একটি ভাস্কর্য নির্মাণ এবং স্কুলের সব অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন— সেক্টকর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক আনোয়ার হোসেন মনোয়ার, নাগরিক অধিকার সংরক্ষ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, পরিবেশ আন্দোলনের সভাপতি সুখ রঞ্জণ শীল, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, শিল্পকলা একাডেমির সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, মনির হোসেন কামাল, সঞ্জিব দাস, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান মোনালিসা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ, শিক্ষার্থী মুনিয়া আক্তার, রাইমু জামান ও তাহেরা আক্তার প্রমুখ।