পটুয়াখালীর ৪টি আসনে প্রতীক পেলেন ২০ প্রার্থী

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনপটুয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্যে প্রতীক ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে ৪টি আসনের ২০ প্রার্থীর প্রতীক ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরি। এদিকে ২৩ জনের মনোনয়ন বৈধ করা হলেও প্রতীক ঘোষণায় বাদ পড়েছেন তিন প্রার্থী।

পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মো. শাহজাহান মিয়ার প্রতীক নৌকা, বিএনপির আলতাফ হোসেন চৌধুরীর ধানের শীষ, কমিউনিস্ট পার্টির মোতালেব মোল্লার কাস্তে, ইসলামি আন্দোলনের আলতাফুর রহমানের হাতপাখা, জাকের পার্টির মো. আবদুর রশিদের গোলাপ ফুল ও এনপিপির সুমন সন্যামতকে আম প্রতীক দেওয়া হয়েছে।

পটুয়াখালী-২ আসনে আওয়ামীলীগের আ স ম ফিরোজের নৌকা, বিএনপির সালমা আলমের ধানের শীষ, ইসলামি আন্দোলনের নজরুল ইসলামের হাতপাখা, কমিউনিস্ট পার্টির মো. সাহাবুদ্দিন আহমেদকে কাস্তে প্রতীক দেওয়া হয়েছে ।

পটুয়াখালী-৩ আসনে বিএনপির গোলাম মাওলানা রনির ধানের শীষ, আওয়ামী লীগের এস এম শাহজাদার নৌকা, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলামের লাঙ্গল, ইসলামি আন্দোলনের কামাল খানকে হাতপাখা প্রতীক দেওয়া হয়েছে ।

পটুয়াখালী-৪ আসেন আওয়ামী লীগের মুহিবুর রহমান মুহিবের নৌকা, বিএনপির দুইজন এবিএম মোশাররফ হোসেনের ধানের শীষ, ইসলামি আন্দোলনের মো. হাবিবুর রহমান হাওলাদারের হাতপাখা , জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন হাওলাদার লাঙ্গল, বাসদের মো. জহিরুল আলম মই ও ইসলামি ঐক্যজোট (আইওজে) আ. রহমানকে (শাহআলম) মিনার প্রতিক দেওয়া হয়েছে ।

প্রতিক ঘোষনার পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক মতিউল ইসলাম চৌধুরি প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারর সবাই নির্বাচনি আচরণ মেনে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবেন বলে আশা করছি।’